লঞ্চে অগ্নিকাণ্ডে এক শিশুকে বুকের দুধ খাইয়ে উপহার পেলেন শিরিন - Songbad Feri

ads

লঞ্চে অগ্নিকাণ্ডে এক শিশুকে বুকের দুধ খাইয়ে উপহার পেলেন শিরিন

লঞ্চে অগ্নিকাণ্ডে এক শিশুকে বুকের দুধ খাইয়ে উপহার পেলেন শিরিন

 

লঞ্চে অগ্নিকাণ্ডে এক শিশুকে বুকের দুধ খাইয়ে উপহার পেলেন শিরিন

ঝাল"কাঠিতে লঞ্চে অ"গ্নিকাণ্ডের বিভী"ষিকাময় সেই রাতে নিজের দুধ খাইয়ে অন্যের শিশু সন্তাকে বাঁচা"নোর কারণে শিরিন বেগমকে সম্মা"ননা উপহার দিয়েছে ছাত্র"লীগের নেতাকর্মীরা। আরটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর মঙ্গল"বার (১১ জানুয়ারি) বিকেলে ল"ঞ্চে অ"গ্নিকাণ্ডের ঘটনাস্থল দিয়াকুল গ্রামের ওই নারী"র বাড়িতে উপহার নিয়ে যান ছাত্রলীগ নেতা ক"র্মীরা। শিল্প মন্ত্র"ণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখ"পাত্র আমির হোসেন আমু এমপি ম"হোদয় ও তার মেয়ে ব্যা"রিস্টার সুমাইয়া অদিতির পক্ষ থেকে শিরিন বেগমকে একটি সেলাই মেশিন এবং তার শিশু সন্তা"নদের শিক্ষা উপক"রণ দেওয়া হয়। জেলা ছাত্রলীগের যু"গ্ম সাধারণ সম্পা"দক শুভা"শীষ সেন গুপ্ত, সাবেক সাহি"ত্য সম্পাদক মো. রাশেদ খান ও খোকন হালদা"র তাদের হাতে এসব উপহার তুলে দেন। লঞ্চে অগ্নি"কাণ্ডের ঘটনা"স্থল দিয়াকুল গ্রামের নারী শিরিন আক্তার বিপ"দগ্রস্ত যাত্রীদের নদীর তীর থেকে বাড়ি নিয়ে সেবা করে হাসপাতালে পাঠাতেও সহযো"গিতা করেছেন। কোন বিনিময়ে নয়, সন্তা"নের প্রতি মায়ের ভালোবাসার দৃ"ষ্টান্তমূলক এ কাজের জন্য এখন বিভিন্ন মহলের প্রশং"সায় ভাসছেন এ নারী।

শু"ভাশীষ সেন গুপ্ত বলেন, শিরিন বেগম বিপ"দগ্রস্ত যাত্রীদের উদ্ধার ও সহায়তা করে মানবতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এ উপহার দিয়েছি। শিরিন বেগম বলেন, লঞ্চে অগ্নিকাণ্ডের দিন সেখানে গিয়ে দেখি আগুন থেকে বাঁচতে যাত্রীরা নদীতে ঝাঁপ দিয়ে ভেসে ভেসে তীরে আসছেন। পরে তাদের উদ্ধার করে নদী থেকে তুলে বাড়ি নিয়ে যাই। এ সময় দেখি এক মা তার ৬ থেকে ৭ মাস বয়সী সন্তানকে বাঁচাতে নদীর তীরে ছুড়ে ফেলেন। আমি শিশুটির কান্না শুনে নদী থেকে তুলে মাতৃস্নেহে দুধ খাইয়ে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেছি। কোন কিছুই পাবার আশায় নয়। উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর অভিযান-১০ লঞ্চের অগ্নিকাণ্ডের ঘটনা"য় এখন পর্যন্ত ৪৮ জনের প্রা"ণহানির খবর পাওয়া গেছে। তবে নদীতে উ"দ্ধার কাজ শেষ করেছে জেলা প্রশাসন।

ads

ads