বাংলাদেশকে প্র"শংসায় ভাসালেন বার্সা কিংবদন্তী - Songbad Feri

ads

বাংলাদেশকে প্র"শংসায় ভাসালেন বার্সা কিংবদন্তী

বাংলাদেশকে প্র"শংসায় ভাসালেন বার্সা কিংবদন্তী

 

বাংলাদেশকে প্র"শংসায় ভাসালেন বার্সা কিংবদন্তী

ইতিহাস গড়ে পুরো ক্রিকেট বিশ্বের প্রশংসায় ভাসছে বাংলাদেশ। বাদ যায়নি ফুটবলও। বার্সা কিংবদন্তীর প্রশংসাও কুড়িয়েছে টাইগাররা।

বার্সেলোনার অবিচ্ছেদ্য অংশ ছিলেন গ্যারি লিনেকার, ১৯৮৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটাও জিতেছিলেন তিনি। এই কিংবদন্তী ফুটবলারই বললেন ক্রিকেট নিয়ে, বাংলাদেশের জয় নিয়ে।

জয়ের পর আগের মতোই দল বেধে গেয়েছে ‘আমরা করবো জয়’ গানটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার হ্যান্ডল সেই মুহূর্তটিই ভিডিও করে প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। গ্যারি লিনেকারেরও দৃষ্টিগোচর হয়েছে এই টুইট। সেটাই তিনি রিটুইট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘চমৎকার! অভিনন্দন!’ সঙ্গে জুড়ে দিয়েছেন দুটো হাততালির ইমোজিও। লিনেকার ফুটবলের মানুষ হলেও ক্রিকেটের নিয়মিত দর্শকও যে তিনি, তার আভাস মেলে তার টুইটারেই। অ্যাশেজ চলছে, সে নিয়ে ভাবনাও জানাচ্ছেন নিয়মিত। 

তবে বাংলাদেশ নিয়ে তার টুইট অবশ্য এই প্রথম নয়। ২০১৫ বিশ্বকাপে যখন বাংলাদেশ তার দেশ ইংল্যান্ডের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছিল বিশ্বকাপ থেকে, তখনও টুইট করে অভিনন্দন জানিয়েছিলেন তিনি। লিখেছিলেন, ‘বাংলাদেশ জিতে গিয়েছে! তাদের অভিনন্দন! তবে ভালো বিষয়টা হচ্ছে, ইংল্যান্ড অন্তত এর চেয়ে খারাপ কিছু করতে পারবে না।

ads

ads