নামাজ পড়া অব"স্থায় ইমামের মৃ"ত্যু
সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় নামাজরত অবস্থায় আব্দুল লতিফ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ রবিবার ফজরের নামাজের সময় উপজেলার দক্ষিনভাগ (দক্ষিণ) ইউনিয়নের কামিলপুর গ্রামের জামে মসজিদে এই ঘটনা ঘটে। নামাজরত অবস্থায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আমিনুল হক৷
স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান আব্দুল লতিফ৷ মসজিদের ইমাম ছুটিতে থাকায় মুসল্লীদের অনুরোধে তিনি নামাজের ইমামতি করতে দাঁড়ান। নামাজের প্রথম রাকাআতে হঠাৎ তিনি ঢলে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন৷রবিবার বাদ আছর তার নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। মৃত্যুকালে তিনি ৪ ছেলে এবং ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷