৪টি বিষয়ে এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে , আফগানদের হারাতে
সোমবার, ২৯ আগস্ট, ২০২২
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল আরব আমিরাতেই। সেখানে তখন টস বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। এই ভেন্যুতে টসে জিতে ব্যাটিং বা বোলিং নেয়ার ক্ষেত্রে অধিনায়কদের বেশ ভাবতে হয়।এশিয়া কাপের মঞ্চে আজ মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে
মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ আফগানিস্তান টি-টোয়েন্টিতে বেশ শক্তিশালী দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের টি-টোয়েন্টি ফরম্যাটের পরিসংখ্যান বলছে এখানে প্রথম ইনিংস গড় ১৫০, দ্বিতীয় ইনিংসে গড় ১২৫। ২৫টি ম্যাচের মধ্যে ১৬টি ম্যাচে প্রথমে ব্যাট করা দল
জিতেছে, বাকি নয় ম্যাচে জিতেছে রান তাড়া করা দল। এই মাঠের সর্বোচ্চ স্কোর ২১৫, সেটা আবার বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তানের করা, তাই টসে জিতে গেলে সাকিব আল হাসানের সিদ্ধান্ত ম্যাচে বড় ভূমিকা পালন করবে।মুজিব উর রহমান নিয়েছেন ৭ উইকেট তবে তিনি ওভারপ্রতি পাঁচের একটু বেশি রান দিয়েছেন। উইকেট নিয়ে হোক কিংবা রানে লাগাম টেনে, রশিদ, মুজিবের সাথে অধিনায়ক মোহাম্মদ নবী বাংলাদেশের বিপক্ষে ভয়ানক হয়ে উঠতে পারেন। এই তিনজনকে সামলাতে হবে দক্ষ হাতে।