শবনম ফারিয়া দিলেন সুখবর - Songbad Feri

ads

শবনম ফারিয়া দিলেন সুখবর

শবনম ফারিয়া দিলেন সুখবর

 

শবনম ফারিয়া দিলেন সুখবর

গত বছরের ডিসেম্বর মাসে শোবিজ অঙ্গনে গুঞ্জন উঠেছিল, নতুন করে প্রেমে পড়েছেন শবনম ফারিয়া।নানা কারণেই অভিনয় থেকে একটু দূরে ছিলেন তিনি। বিশেষ দিনগুলোতেও তার অভিনীত কোনো কিছুর দেখা মেলেনি। এ প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, ‘নিজের পড়াশোনা ও কিছুটা অসুস্থতার কারণে একটা অভিনয়ে গ্যাপ হয়ে গেছে। বনম

 ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন। ধুমধাম করে বিয়ে করলেও সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা নিজেদের ভিন্ন পথ বেছে নেন।প্রেমিকের সঙ্গে তিনি বেশ কিছুদিন আগে কক্সবাজার ও সেন্টমার্টিন ঘুরে এসেছেন। সেই গুঞ্জনই সত্য হয়, পারিবারিকভাবে গোপনে বিয়ে করেন তিনি। পরে প্রকাশ্যে আসে বিয়ের বিষয়টি।

নানা কারণেই অভিনয় থেকে একটু দূরে ছিলেন তিনি। বিশেষ দিনগুলোতেও তার অভিনীত কোনো কিছুর দেখা মেলেনি। কারণ হিসেবে অবশ্য বলেছিলেন নিজের পড়াশোনা ও অসুস্থতা কিংবা পারিবারিক ব্যস্ততার কথা।

ads

ads