এটাই আমার শেষ বিশ্ব*কাপ, বললেন মেসি ! - Songbad Feri

ads

এটাই আমার শেষ বিশ্ব*কাপ, বললেন মেসি !

এটাই আমার শেষ বিশ্ব*কাপ, বললেন মেসি !

 

এটাই আমার শেষ বিশ্ব*কাপ, বললেন মেসি !
এখনো বিশ্বকাপ জেতা হয়নি লম্বা এই ক্যারিয়ারে লিওনেল মেসি।স্বভাবতই সবাই ধরে নিয়েছিল কাতার বিশ্বকাপই হতে যাচ্ছে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। অবশেষে সেটাই সত্যি হতে যাচ্ছে। লিওনেল মেসি নিজেই জানালেন, কাতার বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ।আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক সেবাস্তিয়ান ভিনইয়োলোকে দেওয়া এক সাক্ষাৎকারে 

বিষয়টি জানিয়েছেন মেসি। সাক্ষাৎকারে মেসি বলেছেন,‘এটাই আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে, এটা নিশ্চিত। এই সিদ্ধান্তটা আমি নিয়ে ফেলেছি। পিএসজির পাশাপাশি আর্জেন্টিনার জার্সিতেও উজ্জ্বল পারফরম্যান্স করছেন। আকাশী-নীল জার্সিদের হয়ে শেষ তিন ম্যাচে করেছেন ৯ গোল। আর্জেন্টিনাও আছে টানা ৩৫ ম্যাচ অপরাজিত।

ads

ads